Online Income Bangladesh
Tuesday, March 15, 2016
Sunday, March 13, 2016
Tuesday, March 8, 2016
SEO শিখুন, অনলাইনে আর্ন করুন (পর্ব – ০১)

“ SEO শিখুন অনলাইনে আর্ন করুন ” এর ধারাবাহিক টিউটরিয়ালের প্রথম পর্বে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সকলকে
জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই SEO এর টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে যাতে একজন অনলাইন আর্নার ভালভাবে শিখতে পারে এবং কাজ
করার মাধ্যমে সহজে অনলাইন থেকে আর্ন করতে পারে।
তো শুরু করা যাক SEO এর ধারাবাহিক পর্ব।
SEO কি?
SEO কি সেটা জানার আগে আমাদের জানতে হবে SEO এর পূর্ণরুপ। SEO এর পূর্ণরুপ হল Search Engine Optimization. এক কথায় যদি বলি SEO
এর মানে দাঁড়ায় হল, যখন কোন সাইটকে Search Engine (Google, Yandex, Yahoo, Ask, Bing) এর সাথে পরিচয় করি দেয়া হয় তখন তাকে SEO
বলে।

এবার একটা উদাহরণের মাধ্যমে বুঝানো যাক
ধরুন আপনার একটা দোকান আছে। এখন কথা হল এই যে আপনার একটা দোকান আছে সেটা লোকে কিভাবে জানবে? এখন আপনার কাজ
হল এর প্রচার করা যাতে সকলে এই দোকান চিনে আর আপনার প্রোডাক্ট সহজে সেল হয়।
ঠিক তেমনি যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে তখন আপনি এই সাইটকেই পরিচিতি করাতে চাইবেন। যাতে বেশির ভাগ লোক
আপনার সাইট ভিজিট করে। এই বেশি পরিমান ভিজিটর পাওয়ার জন্যে অনলাইনে মা্কেটিং এর মাধ্যমেই পাওয়া সম্ভব। আর SEO হল
সবচেয়ে উত্তম পন্থা অনলাইনে মার্কেটিং করার জন্যে।
বিস্তৃতভাবে বলা যায়, যখন আমরা Google বা অন্যান্য Search Engine-এ সার্চ করি তখন আমাদের কঙ্খিত ফলাফল প্রথম দুই এক পেইজের
মধ্যে খুঁজে পেতে চায়। আর অন্যথায় অন্য কোন Keyword (সার্চ বাক্সে যা লিখি এ বিষয়ে পরে আরও জানব) দিয়ে কাঙ্খিত তথ্য খুঁজে
পেতে চায়। আর এই জন্যেই যাতে আমার ওয়েবসাইটটা Google কিংবা অন্যান্য Search Engine এর প্রথম দুই এক পেইজের মধ্যে থাকে
সেটার ব্যবস্থা করায় হল SEO বা Search Engine Optimization.
SEO কেন করা হয়?
অনলাইনে এত সব মার্কেটিং প্রসেস থাকতে যেমন (PPC, SMM, SME ইত্যাদি) কেনই বা আমি SEO করতে যাব, স্বভাবতই এই প্রশ্নটা
আসতে পারে। আর এই প্রশ্নের জবাব হল SEO করার মাধ্যমে আপনার সাইট সার্চ ইঞ্জিনে লং টাইম থাকবে যা অন্য কোন মার্কেটিং-
এ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এসইও করার মাধ্যমে আপনার তেমন কোন টাকা খরচ করতে হবে। এই মিতব্যয়ীতায় এসইও এর
সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
SEO প্রকারভেদঃ
SEO কে আমরা ২ ভাগে ভাগ করতে পারি।
১। সার্চ ইঞ্জিনে কিভাবে আসতে চান তার ভিত্তিতে
২। কোন উপায়ে এই কাজ করতে চান তার ভিত্তিতে
১। সার্চ ইঞ্জিনে কিভাবে আসতে চান তার ভিত্তিতে :
সার্চ ইঞ্জিনে আপনার সাইটকে দুইভাবে এসইও করাতে পারেন। টাকা করছ করার মাধ্যমে আরে অন্যটা হল ফ্রি। টাকা দিয়ে যে এসইও
করা হয় সেটাকে বলে Paid SEO আর যেটা ফ্রিতে করা হয় সেটাকে বলা হয় Organic SEO. এখানে Paid এর চাইতে Organic-ই সবচেয়ে ভাল
কারণ Paid-এ আপনি যতক্ষণ টাকা দিবেন ততক্ষণ আপনার সাইটকে টপে দেখাবে অর্থাৎ সার্চ ইঞ্জিনের প্রথম দুই এক পেইজের মধ্যেই।
আর অন্যদিকে Organic-এ যদি আপনি আপনার সাইটকে একবার টপে আনতে পারেন তাহলে অনেক দিন ধরে থাকবে। সবচেয়ে বড় কথা হল
এই Organic-এ আপনাকে কোন টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আর আমরা এখানে সবগুলো বিষয় Organic SEO নিয়ে আলোচনা করব।
২। কোন উপায়ে এই কাজ করতে চান তার ভিত্তিতে :
আপনি দুই উপায়ে এসইও করতে পারেন। একটা হল বৈধ উপায় আর অন্যটা হল অবৈধ উপায়ে। এই বৈধ উপায়ের নাম হল White Hat SEO আর
অন্যটির নাম হল Black Hat SEO.
White Hat SEO:
এটা এমন না যে আপনি একটা সাদা কালারের টুপি পরে SEO করলেই White Hat SEO হবে। মূলত এটা হল যখন আপনি সার্চ ইঞ্জিনের
বিভিন্ন নিয়ম কানুন মেনে বৈধ উপায়ে এসইও করবেন তখন তাকে White Hat SEO বলা হয়। আমরা এখানে White Hat SEO নিয়েই
আলোচনা করব।

Black Hat SEO:
যখন আপনি সার্চ ইঞ্জিনের বিভিন্ন নিয়ম কানুন না মেনে এসইও করবেন তখন তাকে Black Hat SEO বলে। এটি সার্চ ইঞ্জিন পছন্দ করে
না। এর মাধ্যমে অল্প সময়ে সার্চ ইঞ্জিনের টপ পেইজে আসতে পারলেও বেশি দিন টিকে থাকা যায় না। এমন কি এই ধরণের এসইও
সাইটের জন্যেও ক্ষতি হতে পারে। তাই এটি না করায় ভাল। ক্ষেত্র বিশেষে এটি অনেক কাজে লাগতে পারে।
বাংলালিংক বন্ধ সংযোগ চালু করলেই 3 GB ইন্টারনেট ফ্রী,সাথে ২৯ টাকায় 1 GB ও ৬ টাকায় 500 MB ইন্টারনেট
এখনই চালু করুন বন্ধ সংযোগ! এই অফার আপনার জন্য কিনা জানতে পুরনো সিম থেকে
এসএমএস পাঠান ৪৩৪৩ তে আপনার বাংলালিংক নাম্বার লেখে। বন্ধ সংযোগে ১৯ টাকা
রিচার্জে পান বিশেষ কল রেট
☞এই অফার শুধু বাংলালিংক প্রিপেইড আর কল & কন্ট্রল কাস্টমারদের জন্য (আই’টপ-আপ বাদে) যারা বাংলালিংক সিম ব্যবহার করেনি ২৬ নভেম্বর, ২০১৫ বা এর আগে থেকে।
☞সদ্য একটিভেট করা সিম এ ১৯ টাকারিচার্জ করুন আর সারাদিন পান ২৫ পয়সা/মিনিট কল রেট যে কোন বাংলালিংক নাম্বারে এবং ৬০ পয়সা/ মিনিট যে কোন লোকাল নম্বরে।
☞বিশেষ কল রেট ১০ দিন প্রযোজ্য থাকবে রিচার্জের দিন সহ। প্রতি ১৯ টাকা রিচার্জ অফারের সময়কালীন এই সুযোগের মেয়াদ বাড়বে।
☞অফার বন্ধ করতে ডায়াল করুন *১৬৬*২৪০# । আনসাবস্ক্রাইব করার পর গ্রাহক পূর্বের টারিফ প্ল্যানে ফেরত চলে যাবে। ৩ জিবি ইন্টারনেট বোনাস পান রি- ভেরিফিকেশন এর পর
☞১৯ টাকা রিচার্জ ও বায়োমেট্রিক পন্থায় সিমের সফল রি-ভেরিফিকেশন এর পর বন্ধ সংযোগ চালু করলে গ্রাহকরা পাবে ৩ জিবি ফ্রি ইন্টারনেট বোনাস ৩ ভাগে (১ জিবি করে)।
☞গ্রাহকরা প্রথম দিন পাবে ১ জিবি, ৩০তম দিনে ১ জিবি এবং ৬০তম দিনে শেষ ১ জিবি। ☞বিগত মাসে শুধুমাত্র ২০ টাকা বা তার অধিক টাকার ইন্টারনেট প্যাক কিনে গ্রাহক ২য় ও ৩য় ভাগের ১ জিবি বোনাস পাবে প্রতি মাসে।
শর্তঃ
গ্রাহককে ৩০তম ও ৬০তম দিনে অবশ্যই সিম ব্যবহার করতে হবে (টাকা খরচ করে)।
☞২য় ভাগ কোন কারনে না নেয়া হলে ৩য় ভাগও বাদ যাবে।
☞বোনাস ইন্টারনেট চেক করতেডায়াল করুন*১২৪*৫০১#
☞বোনাস ইন্টারনেট ১০ দিন প্রযোজ্যথাকবে এবং রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
১ জিবি ইন্টারনেট মাত্র ২৯ টাকায় উপভোগ করুন *১২১*১১*২#ডায়াল করে
☞*১২১*১১*২# ডায়াল করে মাত্র ২৯ টাকা (ভ্যাট ও অন্য চার্জ বাদে) রিচার্জে (১৯ টাকা রিচার্জ করে) বন্ধ সংযোগ চালু করা গ্রাহকরা পাবে ১ জিবি ইন্টারনেট প্যাক।
☞১ জিবি ইন্টারনেট প্যাক ৭ দিন প্রযোজ্য থাকবে এবং রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
☞ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা বিশেষ প্যাক সর্বোচ্চ ২০ বার কিনতে পারবে। ইন্টারনেট ব্যালেন্স চেক করতেডায়াল করুন*১২৪*৫০১#।
এছাড়া *১২১*১১# ডায়াল করে ৬ টাকায় ৫০০ MB ও ২৯ টাকায় 1GB ইন্টারনেট কিনতে পারবেন।
☞এই অফার শুধু বাংলালিংক প্রিপেইড আর কল & কন্ট্রল কাস্টমারদের জন্য (আই’টপ-আপ বাদে) যারা বাংলালিংক সিম ব্যবহার করেনি ২৬ নভেম্বর, ২০১৫ বা এর আগে থেকে।
☞সদ্য একটিভেট করা সিম এ ১৯ টাকারিচার্জ করুন আর সারাদিন পান ২৫ পয়সা/মিনিট কল রেট যে কোন বাংলালিংক নাম্বারে এবং ৬০ পয়সা/ মিনিট যে কোন লোকাল নম্বরে।
☞বিশেষ কল রেট ১০ দিন প্রযোজ্য থাকবে রিচার্জের দিন সহ। প্রতি ১৯ টাকা রিচার্জ অফারের সময়কালীন এই সুযোগের মেয়াদ বাড়বে।
☞অফার বন্ধ করতে ডায়াল করুন *১৬৬*২৪০# । আনসাবস্ক্রাইব করার পর গ্রাহক পূর্বের টারিফ প্ল্যানে ফেরত চলে যাবে। ৩ জিবি ইন্টারনেট বোনাস পান রি- ভেরিফিকেশন এর পর
☞১৯ টাকা রিচার্জ ও বায়োমেট্রিক পন্থায় সিমের সফল রি-ভেরিফিকেশন এর পর বন্ধ সংযোগ চালু করলে গ্রাহকরা পাবে ৩ জিবি ফ্রি ইন্টারনেট বোনাস ৩ ভাগে (১ জিবি করে)।
☞গ্রাহকরা প্রথম দিন পাবে ১ জিবি, ৩০তম দিনে ১ জিবি এবং ৬০তম দিনে শেষ ১ জিবি। ☞বিগত মাসে শুধুমাত্র ২০ টাকা বা তার অধিক টাকার ইন্টারনেট প্যাক কিনে গ্রাহক ২য় ও ৩য় ভাগের ১ জিবি বোনাস পাবে প্রতি মাসে।
শর্তঃ
গ্রাহককে ৩০তম ও ৬০তম দিনে অবশ্যই সিম ব্যবহার করতে হবে (টাকা খরচ করে)।
☞২য় ভাগ কোন কারনে না নেয়া হলে ৩য় ভাগও বাদ যাবে।
☞বোনাস ইন্টারনেট চেক করতেডায়াল করুন*১২৪*৫০১#
☞বোনাস ইন্টারনেট ১০ দিন প্রযোজ্যথাকবে এবং রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
১ জিবি ইন্টারনেট মাত্র ২৯ টাকায় উপভোগ করুন *১২১*১১*২#ডায়াল করে
☞*১২১*১১*২# ডায়াল করে মাত্র ২৯ টাকা (ভ্যাট ও অন্য চার্জ বাদে) রিচার্জে (১৯ টাকা রিচার্জ করে) বন্ধ সংযোগ চালু করা গ্রাহকরা পাবে ১ জিবি ইন্টারনেট প্যাক।
☞১ জিবি ইন্টারনেট প্যাক ৭ দিন প্রযোজ্য থাকবে এবং রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
☞ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা বিশেষ প্যাক সর্বোচ্চ ২০ বার কিনতে পারবে। ইন্টারনেট ব্যালেন্স চেক করতেডায়াল করুন*১২৪*৫০১#।
এছাড়া *১২১*১১# ডায়াল করে ৬ টাকায় ৫০০ MB ও ২৯ টাকায় 1GB ইন্টারনেট কিনতে পারবেন।
A great cartoon movie maker software download ninaara cartoon spelling manually.
And sincere greetings to allI congratulated theMaking sure that a good tune karachisabaiI met achenaajakeI'll make a great softwareWith the help of which youThe Programming LanguageWithout having to make CartoonCan.
There are many advantages saphataoyaratite.If you know anything lightly, withoutYou can slowly build cartoon movie.There are many advantages saphataoyaratite.The software supports many languagesAnd including Windows 7Operating system, withWhich is consistent "eSpeak" speechUsing engine.However, many languages saphataoyaratiteYou can create cartoon yabeemanakiTo build large-scale cartoon movieCan.There are less than the size of the program and Mae6.47 mega bytes.
The Direct software downloadDownload link here
Sunday, March 6, 2016
ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৮:কাস্টম ডোমেইন এবং ফ্রি (.tk,co.cc,cz.cc) ডোমেইন এ পরিবর্তন
ব্লগের ট্রাফিক বাড়ানোর জন্য ঠিকানা (URL) অনেক গুরুত্বপুর্ণ।URL বড় হলে অনেক ভিজিটর তার নাম মনে রাখতে পারেন না।ফলে আপনার ব্লগের প্রচার বা প্রসারও অনেক কম হয়।তাছাড়া অনেক সার্চইঞ্জিন সাবডোমেন (যেমন .blogspot.com) সার্চরেজাল্ট লিস্টে খুব ভাল অবস্থানে থাকার কথা থাকলেও দেখায় না।তাই ব্লগকে তাড়াতাড়ি কাষ্টম ডোমেইনে নিয়ে যাওয়া অনেক ভাল।যাদের কাষ্টম ডোমেইন (.com ,.net ইত্যাদি) কেনার সামর্থ্য নেই তারা ফ্রি ডোমেইন ব্যবহার করতে পারেন।আমি .tk ,co.cc এবং cz.cc ডোমেইন ব্লগারে সেটাপ চিত্র সহকারে বর্ণনা করলাম।
.TK
প্রথমে উপরের ব্যানারে ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মত সাইট টি খুলবে।বক্সটিতে আপনার বর্তমান (URL) টি লিখে Next বাটনে ক্লিক করুন।
এর পর যে পেইজটি ওপেন হবে সেটি থেকে প্রথম বক্সটিতে আপনার কাঙ্খিত নামটি লিখে ক্যাপচা এর ঘরে তা সঠিকভাবে পুরণ করে একবার নিচ থেকে Registered Free Domain এর নিচে লেখা Next বাটনে ক্লিক করুন।যদি আপনার কাঙ্খিত নামটি খালি না থাকে তাহলে তা দেখাবে এবং সাথে সাথে অনেকগুলো সাজেশান দেখাবে।
এরপর যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Free Domain সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
এখন যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Use DNS for this Domain লেখাতে ক্লিক করে নিচের চিত্রানুযায়ী DNS সেটাপ করুন।এরপর ক্যাপচা সঠিকভাবে পুরণ করে নেক্সট বাটন ক্লিক করুন।
সেটাপ শেষ হলে নতুন একটি একাউন্ট করতে হবে আপনাকে এবং করা শেষে ইমেইল এ পাঠানো কনফার্মেশান কোড দিয়ে একাউন্ট এ লগিন করতে হবে।লগিন করে নিচের চিত্রে মত ব্লগারের জন্য DNS সেটিং করুন।
এখানে আপনি ৩ টি ডোমেইন পেজ সেটিং পাবেন যেগুলো হলঃ
Domain forwarding
Use Dot TK Free DNS Service
Use Custom DNS Service
২ নাম্বার অপশানটি (Use Dot TK Free DNS Service) সিলেক্ট করুন এবং এরপর Configure বাটনে ক্লিক করুন।নিচে Type ,Host Name ,IP Address ঘরগুলো নিচের চিত্রে মত ঠিক করে দিন।
Type = CNAME
Host Name = http://www.domainname.tk (example I filled with http://www.elvaku.tk)
IP Address = ghs.google.com
[Exclusive] , গ্রামীনফোন , ব্যাবহারকারীরা , পাচ্ছেন , ২জিবি , ডাটা , মাত্র , ১০ , টাকায় , এবং , ৮জিবি , ডাটা , মাত্র , ৪০ , টাকায়!!! , Grameenphone , Unactive , User , Get , 2GB , Data , 10Tk, , 8GB , Data , 40Tk ,
Grameenphone comes with another 'reactivation offer ' for the all inactive customers. Under this offer all eligible
customers can enjoy 2GB internet @10tk .
• customers can be checked their number eligibility by send SMS “ BHK <space> 017XXXXXXX” to 9999
after sending sms, you received following sms from grameenphone :
Ex: 8801700000000 is eligible for 2GB 3G internet at Tk 10 offer by dialing *111*90# with 15 days validity
Subscribe to:
Posts (Atom)