Sunday, March 6, 2016

ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৮:কাস্টম ডোমেইন এবং ফ্রি (.tk,co.cc,cz.cc) ডোমেইন এ পরিবর্তন


ব্লগের ট্রাফিক বাড়ানোর জন্য ঠিকানা (URL) অনেক গুরুত্বপুর্ণ।URL বড় হলে অনেক ভিজিটর তার নাম মনে রাখতে পারেন না।ফলে আপনার ব্লগের প্রচার বা প্রসারও অনেক কম হয়।তাছাড়া অনেক সার্চইঞ্জিন সাবডোমেন (যেমন .blogspot.com) সার্চরেজাল্ট লিস্টে খুব ভাল অবস্থানে থাকার কথা থাকলেও দেখায় না।তাই ব্লগকে তাড়াতাড়ি কাষ্টম ডোমেইনে নিয়ে যাওয়া অনেক ভাল।যাদের কাষ্টম ডোমেইন (.com ,.net ইত্যাদি) কেনার সামর্থ্য নেই তারা ফ্রি ডোমেইন ব্যবহার করতে পারেন।আমি .tk ,co.cc এবং cz.cc ডোমেইন ব্লগারে সেটাপ চিত্র সহকারে বর্ণনা করলাম।

.TK
প্রথমে উপরের ব্যানারে ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মত সাইট টি খুলবে।বক্সটিতে আপনার বর্তমান (URL) টি লিখে Next বাটনে ক্লিক করুন।
এর পর যে পেইজটি ওপেন হবে সেটি থেকে প্রথম বক্সটিতে আপনার কাঙ্খিত নামটি লিখে ক্যাপচা এর ঘরে তা সঠিকভাবে পুরণ করে একবার নিচ থেকে Registered Free Domain এর নিচে লেখা  Next বাটনে ক্লিক করুন।যদি আপনার কাঙ্খিত নামটি খালি না থাকে তাহলে তা দেখাবে এবং সাথে সাথে অনেকগুলো সাজেশান দেখাবে।

এরপর যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Free Domain সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

এখন যে পেইজটি ওপেন হবে সেখান থেকে Use DNS for this Domain লেখাতে ক্লিক করে নিচের চিত্রানুযায়ী DNS সেটাপ করুন।এরপর ক্যাপচা সঠিকভাবে পুরণ করে নেক্সট বাটন ক্লিক করুন।

সেটাপ শেষ হলে নতুন একটি একাউন্ট করতে হবে আপনাকে এবং করা শেষে ইমেইল এ পাঠানো কনফার্মেশান কোড দিয়ে একাউন্ট এ লগিন করতে হবে।লগিন করে নিচের চিত্রে মত ব্লগারের জন্য DNS সেটিং করুন।
এখানে আপনি ৩ টি ডোমেইন পেজ সেটিং পাবেন যেগুলো হলঃ

Domain forwarding
Use Dot TK Free DNS Service
Use Custom DNS Service
২ নাম্বার অপশানটি (Use Dot TK Free DNS Service) সিলেক্ট করুন এবং এরপর Configure বাটনে ক্লিক করুন।নিচে Type ,Host Name ,IP Address ঘরগুলো নিচের চিত্রে মত ঠিক করে দিন।

Type = CNAME
Host Name = http://www.domainname.tk (example I filled with http://www.elvaku.tk)
IP Address = ghs.google.com



2 comments: